Kolkata Knight Riders will play the IPL match at Eden Gardens in Kolkata on Saturday.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: শনিবার ইডেন গার্ডেন্সে আইপিএলের ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। তাঁদের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ায় প্রস্তুতিতে তেমন ঘাটতি পড়েনি দুই দলের। শনিবারও ভালো ম্যাচ দেখার আশায় রয়েছে কলকাতাবাসি। এই ম্যাচ সুনীল নারিন, ফিল সল্টরা জিততে পারলেই প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করে ফেলবে। একই সঙ্গে প্রথম দুই স্থান দখলের দিকে এগিয়ে যাবে। সেক্ষেত্রে এলিমিনেটর এড়ানো যাবে। এই ম্যাচে তেমন কোনও পরিবর্তন করতে চাইবে না নাইট রাইডার্স, কারণ ঘরের মাঠে ম্যাচ হওয়ায় জিতে মূল কাজটা তাঁরা সেড়ে ফেলতে চাইবে। কোয়ালিফাই করে গেলে, পরের ম্যাচে রিজার্ভ বেঞ্চকে দেখে নিতে পারেন গৌতি। এদিকে দুরন্ত ছন্দে থাকা সূর্যকুমার যাদব বাদে মুম্বই দলের এবার কেউ তেমন নজর কাড়েনি। ঘরের মাঠে কেকেআরের বিপক্ষে হারায়, সম্মানরক্ষার ম্যাচে হার্দিকরা মুখিয়ে রয়েছেন ইডেন থেকে জয় তুলে নিতে। প্রীয় মাঠ ইডেন গার্ডেন্সে রানের মধ্যে ফিরতে মরিয়া রোহিত শর্মাও। এখন দেখার শনিবাসরিয় ইডেনে শেষ হাসি হেসে মাঠ ছাড়ে কোন দল।