Royal Challengers Bangalore and Gujarat Titans are facing each other.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: আইপিএলে রবিবার ডবল হেডার। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটানস। বিশ্বকাপ ফাইনাল এই মাঠেই হেরেছিলেন কোহলি। এবার ফের সেই আহমেদাবাদে খেলতে নামছে কোহলি। অবশ্যই ফাইনালের স্মৃতি ভুলতেই চাইবেন তিনি। গত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে চমক দেখিয়েছে আরসিবি। একটা সময় ৮০ রানের মধ্যেই ৫ উইকেট ফেলে দিয়েছিল তাদের। ফলে বোলারদের খারাপ জমানাতেও কিছুটা অক্সিজেন পেয়েছে বিরাটের দলের বোলাররা। ফ্যাফ দুপলেসি গত ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়ে ছিলেন। এই ম্যাচেও টস জিততে পারলে বিরাটরা ব্যাটিংই করতে চাইবেন। কারণ দুটি, প্রথমে ব্যাট করতে নেমে প্রতিপক্ষ দল শুধুই চালিয়ে খেলছে, আর তাতেই খেই হারিয়ে ফেলছে বোলাররা। পরে বোলিং করলে অন্তত একটা রান খাড়া করে আলাদা ভাবে স্ট্র্যাটেজি তৈরি করা যাচ্ছে। অন্যদিকে শুভমন গিলের গুজরাট দলের অবস্থাও খুব ভালো নয়। অন্তত পরের ২টো ম্যাচ জিততে চাইবেন তারা। এখনো পর্যন্ত ৯ ম্যাচে তাদের পয়েন্ট ৮, অর্থাৎ জয়ের থেকে হারের সংখ্যা বেশি। এই অবস্থায় ঘুরে দাঁড়াতে তাই শুধু রশিদ খানদের ওপর নয়, মিলার, ঋদ্ধিমানদের দিকেও তাকিয়ে থাকবেন গিল। কারণ বড় রান করতে না পারলে আর টপ অর্ডার ফর্মে না থাকলে ম্যাচ যেটা অসম্ভব। এখন দেখার কোহলি – গিল, দুপলেসি – মিলার দ্বৈরথে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কোন দল।