Delhi looking to win, Knight Riders ahead
ক্রিকেট
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক:পরপর দুই ম্যাচে হারের পর গত ম্যাচে প্রবল শক্তিধর প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে জয় ফিরেছে দিল্লি ক্যাপিটালস। সকলকে হতবাক করেই ধোনির টিমকে হারিয়ে দিয়েছে রাজধানীর দল। ঘরের মাঠে সংস্কারের কাজ চলায় তাদেরকে ম্যাচ খেলতে হচ্ছে বিশাখাপত্তনমে। সেখানেই কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জিতে পয়েন্ট টেবিল কিছুটা উন্নতি করতে চাইছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। এখনো পর্যন্ত তিনটি ম্যাচে দিল্লির পয়েন্ট মাত্র ২। তবে স্বস্তির কথা একটাই অধিনায়ক ঋষভ পান্থ রানের মধ্যে ফিরেছেন গত ম্যাচে। পৃথ্বী শ কামব্যাক করেই ওপেনিং এ ভালো ব্যাটিং করেছেন। ডেভিড ওয়ার্নার রানের মধ্যে রয়েছেন। অনেক পজিটিভ জায়গা থাকলেও চিন্তার কারণ রয়েছে দিল্লি শিবিরে। কারণ অবশ্যই দলের সেরা বোলার অনরিখ নর্টজের ধারাবাহিকতার অভাব। মিচেল মার্শ , না ব্যাটে রান পাচ্ছেন। বল হাতেও সেরকম নজর কাড়তে পারেননি। ফলে নাইটদের বিরুদ্ধে জিততে গেলে ব্যাট বল দুই বিভাগেই ভালো কিছু করে দেখাতে হবে দিল্লিকে। অবশ্য চেন্নাই ম্যাচের আত্মবিশ্বাস নাইটদের বিরুদ্ধে নামার আগে কাজে লাগবে এই আশায় ক্যাপিটালসরা।