On Sunday,The jersey of Lucknow Super Giants will have the touch of Kolkata’s Mohan Bagan .
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: রবিবার আইপিএলে ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্সের লখনউ সুপার জায়ান্টস। তাদেরও বিনিয়োগকারীর আরেক ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টস। তাই কলকাতার মোহনবাগান সমর্থকদের কথা মাথায় রেখে রবিবার ইডেন গার্ডেনে লোকেশ রাহুল, নিকোলাস পুরানরা মাঠে নামতে চলেছেন মোহনবাগানের চেনা সবুজ মেরুন রঙের জার্সিতে। অর্থাৎ লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে থাকবে কলকাতার মোহন বাগানের ছোঁয়া। গতবারও একইভাবে কলকাতায় খেলতে দেখা গেছিল সুপার জায়ান্টসকে। মূলত কলকাতার দর্শকদের সমর্থন টানতে পাশাপাশি মোহনবাগানকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এবারের আইপিএলে বেশ ভালো খেলতে লখনউ দল। এখনো পর্যন্ত পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট রয়েছে তাদের। রবিবার ইডেন গার্ডেনসে ম্যাচ শুরু দুপুর সাড়ে তিনটায়। গত ম্যাচের হার ভুলে জয়ের লক্ষে রাহুল, পান্ডিয়ারা।