Lok Sabha polls start from April 19. The second phase of IPL may go abroad due to general elections across the country.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ১৯ এপ্রিল থেকে শুরু লোকসভা ভোট। গোটা দেশ জুড়ে সাধারণ নির্বাচনের জেরে আইপিএলের দ্বিতীয় পর্ব চলে যেতে পারে বিদেশে। ২২ মার্চ থেকে ভারতে শুরু হচ্ছে এবারের আইপিএল। বিসিসিআই চাইছে এবারের আইপিএল হোক ভারতেই। কিন্তু বেশ কয়েকটি দফায় নির্বাচন হওয়ায় নিরাপত্তা নিয়ে সমস্যা দেখা দিতে পারে। যে রাজ্যে নির্বাচন নেই, সেই রাজ্যে ম্যাচ করাও যেতে পারে। কিন্তু সেক্ষেত্রে কিছু দল ঘরের মাঠে খেলার বাড়তি সুবিধা পাবে, আবার কয়েকটি দলকে নিউট্রাল ভেনুতে খেলতে হবে। এছাড়াও যে রাজ্যে বেশি দফায় ভোট, সেখানেও ১৯ এপ্রিল থেকে ম্যাচ আয়োজনে সমস্যা দেখা দিতে পারে। সেকথা মাথায় রেখেই বোর্ডের এক কর্তা বলছেন, বিসিসিআইর কয়েকজন কর্তা এই মুহূর্তে দুবাইতে রয়েছেন। যদি প্রয়োজন হয় তারা দুবাইয়ের ক্রিকেট সংস্থার সঙ্গে কথা বলে নেবেন যাতে সেদেশে আইপিএলের দ্বিতীয়পর্ব আয়োজন করা যায়। আজই নির্বাচন ঘোষণা হয়েছে। আগামী ২-৩ দিন ফ্র্যাঞ্চাইজির রাজ্যগুলোর ভোটের দিনক্ষণ খতিয়ে দেখে এবং আদৌ ম্যাচ করা সম্ভব কিনা নির্বাচনের সময়, সেই বিষয়টি খতিয়ে দেখে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিসিআই। যদিও হাতে সময় কম থাকায়, আগামী সপ্তাহের মধ্যেই এই নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলে পারে আইপিএলের আয়োজকরা। যদিও বিসিসিআই সচিব জয় শাহ প্রাথমিকভাবে জানিয়েছেন, আইপিএল ভারতেই হবে। তবে পরিস্থিতির দিকে যে তাদের নজর থাকছেই, তা বলাই বাহুল্য।