Narine Dhamaka in Bangalore, Londabhand RCB
ক্রিকেট
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক:
ভাঙলো না মিথ। ব্যাঙ্গালোরে টানা ৬ ম্যাচ অপরাজিত থাকল কলকাতা নাইট রাইডার্স। বিরাট কোহলি অনবদ্য ৮৩ রান করলেন বটে, কিন্তু সুনীল নারীন ঝড়ে বিধ্বস্ত হয়ে গেল বেঙ্গলুরু শিবির।
ক্যারিবিয়ান স্পিনার বল হাতে নজর কাড়তে না পারলেও ব্যাট হাতে ২২ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেললেন ওপেন করতে নেবে। আর তাতেই কার্যত লণ্ডভণ্ড হয়ে গেল আরসিবির বোলিং লাইন আপ। ফিল সল্টো মারকাটারি ইনিংস খেললেন।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৮২ রান করে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। বিরাট কোহলি করেন ৫৯ বলে ৮৩ রান। অপরাজিত থাকেন তিনি। ক্যামেরন গ্রিন করেন ২১ বলে ৩৩ রান। ম্যাক্সওয়েলও ঝড়ো 28 রানের ইনিংস খেলেন । বল হাতে নাইটদের হয়ে আন্দ্রে রাসেল এবং হার্ষিত রানা ২টি করে উইকেট নেন। ব্যাট করতে নেমে সুনীল নারীনের ঝড়ো ইনিংস এর পাশাপাশি ওপেনার ফিল সল্ট 26 রান করেন। এরপর ভেঙ্কটেশ আইয়ার অর্ধশতরান করেন। শ্রেয়স আইয়ার করেন ২৪ বলে ৩৯ রান। এর সুবাদেই ৩ ওভার ১ বল বাকি থাকতেই ৭ উইকেটে বেঙ্গালুরুতে ম্যাচ জিতে নিল কলকাতা নাইট রাইডার্স। সেইসঙ্গে টানা ৬টি ম্যাচে বেঙ্গালুরুর মাঠে অপরাজিত রইলো কেকেআর।