Lucknow Super Giants are entering the field on Saturday with the aim of their first win of the IPL.
ক্রিকেট
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক:
আইপিএলের নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে শনিবার মাঠে নামছে লখনউ সুপার জায়েনটস। এই উইকেন্ডে শনিবার মাত্র একটি ম্যাচ রয়েছে যা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। লখনউ সুপার জায়ান্টস বনাম পাঞ্জাব কিংসের ম্যাচ ।
পাঞ্জাব দল যেখানে নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে পরাজয় স্বীকার করেছে। সেখানে এখনও পর্যন্ত লখনৌ দল খেলেছে মাত্র একটি ম্যাচ। আর সেই ম্যাচ হারতে হয়েছে তাদের। গত কয়েক বছরে অন্যতম ধারাবাহিক দল হচ্ছে লোকেশ রাহুলের নেতৃত্বাধীন লখন সুপার জায়ান্টস। ফলে খুব স্বাভাবিকভাবেই প্রথম ম্যাচের হার ভুলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মার্কাস স্টোইনিস – ক্রুনাল পান্ডিয়ারা। গত ম্যাচে বোলিং ভালো হয়নি লখনউ দলের। সেই কারণেই মূলত বিশাল লক্ষ্যমাত্রা খাড়া করেছিল রাজস্থান দল। এরপর ওপেনিং এ নেমে অধিনায়ক লোকেশ রাহুল ভালো খেললেও টপ অর্ডার ফেল করেছিল। তাই শেষ দিকে নিকোলাস পুরানের ধামাকেদার ইনিংসও খুব একটা কাজে লাগেনি। পাঞ্জাবের বিপক্ষে তাই সংযত বোলিং এর পাশাপাশি ওপেনিং ভালো করে শুরু করতে চাইছে কুইন্টন ডি কক, লোকেশ রাহুল জুটি। গত ম্যাচে মার্কাস স্টোনিসকে দিয়ে সেভাবে বোলিং করানো হয়নি। পাঞ্জাবের বিরুদ্ধে প্রয়োজনে অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে দিয়ে বোলিং ভেরিয়েশন এর কাজটা করতে পারেন অধিনায়ক লোকেশ রাহুল।