Sunil Chhetri’s dream of reaching the third round of the World Cup qualifiers is almost over.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের যোগ্যতা অর্জনপর্বের তৃতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্ন প্রায় শেষ সুনীল ছেত্রীদের। আওয়ে ম্যাচে ড্র করে এসেছিল ভারত। আশা ছিল ঘরের মাঠে হয়ত মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে জয় পাবেন। কিন্তু কোথায় কি? প্রথমার্ধে সুনীল ছেত্রী আক্রমণে একাই লড়ে গেলেন। পেনাল্টি থেকে ভারতকে এগিয়েও দিয়েছিলেন। দ্বিতীয়ার্ধে সেই লিড থাকার পরও তা হেলায় হারাল ভারতীয় দল। আফগানিস্তান দল দুবার গোল করে গেল । প্রথম গোলটি ক্ষেত্রে রাইট ব্যাক রাহুল ভেকের দশ থাকতে পারে। দ্বিতীয় গোলের ক্ষেত্রে একটু হলেও দায়ী গুরপ্রিত সান্ধু। তার দৌলতেই পেনাল্টি পায় আফগানিস্তান। আর দ্বিতীয় গোল পেয়ে যায় আফগানরা। যদিও দুটি গোলই হলো সুনীল ছেত্রী উঠে যাওয়ার পর। যতখন ছেত্রী মাঠে ছিলেন, অন্তত বাকিদের আত্মবিশ্বাস দেওয়ার চেষ্টা করছিলেন। আক্রমণে ছুটোছুটি করছিলেন। তিনি উঠে যেতেই আক্রমণে শাটার পরে গেল ভারতের। আর তাতেই খেলায় ফিরল আফগানরা। কুয়েত ও কাতারের বিপক্ষে আরো দুটি ম্যাচ বাকি থাকলেও, যা পরিস্থিতি তাতে আদৌ এশিয়ান কাপের যোগ্যতা সরাসরি অর্জন করতে পারবে কোন স্টিমাচের ভারত, সেই নিয়েও প্রশ্ন রয়েছে।