Back pain, Rohit could not get on the field. Uncertain IPL?
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: আইপিএলে অনিশ্চিত রোহিত শর্মা? হঠাৎই জল্পনা তুঙ্গে। আর কয়েকদিনের অপেক্ষা। তার পরই শুরু হাই প্রোফাইল ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ। খুব স্বাভাবিকভাবেই সেই লিগই এখন টিম ইন্ডিয়ার প্রত্যেক ক্রিকেটারের মাথায় ঘুরছে। কারণ সেরকম কোন আন্তর্জাতিক টি২০ সিরিজ না থাকায়, আইপিএলই কার্যত বিশ্বকাপের দলে জায়গা পাকা করার মাপকাঠি হয়ে উঠেছে সব তারকার কাছে। কিন্তু এরই মধ্যে চোট পেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। পিঠে ব্যাথা অনুভব করায় ভারত ইংল্যান্ড পঞ্চম টেস্টের তৃতীয় দিনে মাঠেই নামতে পারলেন না রোহিত। তিনি বোলিং করেননা। শুধুই ফিল্ডিং করতে হত। কিন্তু সেটাও করতে না পারায়, তার চোট নিয়ে জল্পনা শুরু হয় গেছে। তবে কি ছোট এতটাই গুরুতর যে আইপিএলেও অনিশ্চিত রোহিত? এখনও এই বিষয় কিছু বলা হয়নি। আপাতত স্ক্যান রিপোর্ট আসার পর বিশ্রামে থাকছেন নাগপুরের এই ব্যাটার। চোটের জায়গায় ব্যাথা কমলে শুরু করবেন অনুশীলন। তার অনুপস্থিতিতে ভারতীয় দলের অধিনায়কত্ব করেন যশপ্রীত বুমরাহ।