July 27, 2024 10:43 am

১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

July 27, 2024 10:43 am

১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

Indian Football Team : মার্চ মাসে অ্যাসিড টেস্ট স্টিম্যাচের, আপাতত চাকরি থাকছে তার

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp
indianfootballteam#coach#Stimach

Despite the failure of the Indian football team, Igor Stimach remains the coach.

দেশ

দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : ভারতীয় ফুটবল দল ব্যর্থ হলেও কোচের পদে বহাল থাকছেন ইগর স্টিম্যাচই। খারাপ পারফরমেনসের জন্য শুধুমাত্র কোচকে দায়ী করতে রাজি নয় ফেডারেশন। কোথাও একটা গ্রাসরুট ফুটবল ডেভেলপমেন্টের দিক থেকেও যে ঘাটতি রয়েছে তা ভালোই জানেন ফেডারেশন কর্তারা। সেকথা মাথায় রেখেই স্টিম্যাচের সঙ্গে চুক্তিভঙ্গের পক্ষপাতি নয় এআইএফএফ। যদিও মার্চ মাসে হতে চলা বিশ্বকাপের যোগ্যতা অর্জনপর্বের ম্যাচই হতে পারে স্টিম্যাচের বসিড টেস্ট। সেখানে খারাপ পারফরমেনস করলে ছাঁটাই হয়ে যেতে পারেন স্টিম্যাচ। কারণটা খুব স্পষ্ট, ভারতীয় ফুটবলে বরাবরই কোচকেই ছাটাই করে দলের পারফরমেন্স শোধরাতে চান কর্তারা। সেটা ক্লাব ফুটবল হোক বা জাতীয় ফুটবল। তবে বাস্তবিক সত্য এটাই, স্টিম্যাচকে সড়িয়ে দিলেও ভারতীয় ফুটবলের খুব বেশি উন্নতি হওয়ার সমভাবনা নেই, যদি দীর্ঘমেয়াদি চিন্তা ভাবনা না নেওয়া হয়। আর্সেন ওয়েঙ্গার বা লা লিগার ফুটবল অ্যাকাডেমি ভারতে হলে অবশ্যই ফুটবলের উন্নতি হবে। কিন্তু দু-চার বছর চলার পর যদি বাতিল বিদেশী কোচ ধরে আনা হয় কোচিংয়ের জন্য। কিন্তু পর্যাপ্ত পরিকাঠামো না দেওয়া হয় বৈজ্ঞানিক পদ্ধতিতে ফুটবলার প্রশিক্ষণের, তাহলে এত মাতামাতি করে কোনও লাভই হবে না। এআইএফএফ যদি এখন থেকেই অন্তত পক্ষে আগামি ১৫ বছরের পরিকল্পনা সেড়ে ফেলতে পারে, গ্রাসরুট থেকে ফুটবলার ঠিক কিভাবে উঠে আসবে। তবেই সমভব আদতে ভারতীয় ফুটবলের উন্নতি। এখন দেখার সেটা করতে পারে কিনা ভারতীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top