India aims to widen the gap, Change in England
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত ইংল্যান্ড পঞ্চম টেস্ট। ইতিমধ্যে সিরিজ পকেটে পুড়েছে ভারত। যদিও ইংল্যান্ডের কাছে এই ম্যাচ সম্মানরক্ষার। হিমাচল প্রদেশের ধর্মশালার উইকেট দেখে দুই স্পিনারেই খেলতে চলেছে ইংল্যান্ড। স্টোকসদের দলে তাই পরিবর্তন এল। মার্ক উডের পরিবর্তে প্রথম একাদশে ঢুকলেন ওলি রবিনসন। ধর্মশালায় বেশ ঠাণ্ডা রয়েছে। উইকেটে তৃতীয় দিন থেকে জল যদি শুকিয়ে যায়, সেক্ষেত্রে স্পিনাররা শেষ দিকে সুবিধা পাবেন। গোটা সিরিজেই বাজবল দাহা ফেল করা পর, আপাতত ইংরেজদের ভরসা বলতে তাই স্পিনাররা। যদিও ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস আশাবাদী পঞ্চম টেস্টে তার দল ঘুরে দাঁড়াবে। শততম টেস্ট খেলতে নামা জনি বেয়ারস্টোর থেকেও ভালো পারফরম্যান্স দেখতে চান স্টোকস। এটি হয়ত ভারতে শেষ ম্যাচ হতে চলেছে জিমি অ্যান্ডারসনের। কারণ এই মুহূর্তে তার যা বয়স, এবং এই সিরিজে তার যা পারফরম্যান্স তাতে আগামী সিরিজে তিনি আর হয়ত ইংল্যান্ডের জার্সিতে ভারতে আসবেন না , তা বলাই যায়। ভারতে নিজের শেষ টেস্টে তাই দাগ কাটতে মড়িয়া জিমিও।