India squad includes Virat, Hardik, but Rinku, Rahul left out
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : আইসিসি টি২০ বিশ্বকাপের ভারতীয় স্কোয়াড ঘোষণা হয়ে গেল। দলে রয়েছেন বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া। বাদ পড়েছেন রিঙ্কু সিং, লোকেশ রাহুল। দুই উইকেট রক্ষত সঞ্জু স্যামসন এবং ঋষভ পন্তকে স্কোয়াডে রাখা হয়েছে। বুধবার ছিল আইসিসি বিশ্বকাপের দল ঘোষণার শেষ দিন। তাঁর একদিন আগেই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে দিল অজিত আগরকরের নেতৃত্বাধীন কমিটি। রোহিত শর্মার সঙ্গে আহমদাবাদের হোটের বৈঠকে বসার পর, ঘোষণা করা হয় দল। ওপেনার হিসেবে রয়েছেন যশস্বী জয়সওয়াল। চার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শিবম দুবে এবং হার্দিক পান্ডিয়া আছে। দুই স্পিনার কুলদীপ যাজব, যুজবেন্দ্র চাহাল রয়েছেন দলে। পেসারদের মধ্যে জায়গা পেয়েছেন আর্শদীপ সিং, মহম্মদ সিরাজ এবং যশপ্রীত বুমরাহ। টপ অর্ডারে সুযোগ পেয়েছেন সূর্যকুমার যাদবও। ৫ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের।