India Pakistan match tickets are being sold for crores of rupees
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ৯ই জুন ভারত পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি হতে চলেছে কোটি টাকায়। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। মার্কিন যুক্তরাষ্ট্র এবারে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বহু প্রতীক্ষিত ট্রফি জয়ের জন্য ভারতীয় ক্রিকেট দল মরিয়া। সাধারণত ভারত পাকিস্তান ম্যাচ দেখা যায় না । একমাত্র আইসিসি টুর্নামেন্টই দুই দেশকে মুখোমুখি হতে দেখা যায়। খুব স্বাভাবিকভাবেই তাই এই ম্যাচের টিআরপি বাকি ম্যাচের তুলনায় হাজার গুণ বেশি। সরকারিভাবে এই ম্যাচের টিকিটের দাম ভারতীয়দের আয়ত্তের মধ্যে রাখা হলেও বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইটে তা বিক্রি হচ্ছে আকাশচুম্বি দামে। বলা ভালো দাম শুনে চোখ কপালে ওঠার জোগার। ভারত পাকিস্তান ম্যাচের সব থেকে কম দামের টিকিটের মূল্য ধার্য করা হয়েছিল ৪৯৭ টাকা। আর সবথেকে দামি টিকিটের দাম ছিল ৩৩০০০ টাকার কাছাকাছি। কিন্তু দেখা যাচ্ছে আমেরিকার বিভিন্ন ওয়েবসাইটে মাত্র ৪০ ডলারের টিকিটের দাম পৌছে গিয়েছে ৪০ হাজার ডলারে। ভারতীয় মুদ্রায় আনুমানিক মূল্য প্রায় ৩৩ লক্ষ টাকা। সেই সঙ্গে ওয়েবসাইটে প্ল্যাটফর্ম ফ্রী ধরলে সেই মূল্য দাঁড়াচ্ছে প্রায় ৪১ লক্ষ টাকা। ম্যাচের টিকিটের এতটাই দাম যে সবথেকে দামি টিকিটের মূল্য একটি ওয়েবসাইটে দেখা যাচ্ছে এক লক্ষ পচাত্তর হাজার ডলার। যার অর্থ একটি টিকিটেরই যদি সার্ভিস ট্যাক্স এবং প্লাটফর্ম ফি নিয়ে দাম ধরা হয় সেক্ষেত্রে ভারতীয় মুদ্রায় সেই টিকিটের দাম হচ্ছে এক কোটি টাকা ৮৬ লক্ষ টাকা। এটা থেকেই বোঝা যাচ্ছে , বিরাট রোহিতদের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের কি ক্রেজ। শেষবার ভারত পাকিস্তান ম্যাচে বিরাট, রোহিতদের দেখার জন্য কতটা মুখে রয়েছে ক্রিকেটপ্রেমীরা