Indian Army are being withdrawn from Maldives.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ক্ষমতায় আসার পরেই মলদ্বীপ থেকে সেনা সরানোর জন্য সরকারি ভাবে আর্জি জানিয়েছিল মলদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু সরকার। মলদ্বীপ সরকার সেনা প্রত্যাহারের জন্য ইতিমধ্যেই সময়সীমা বেধে দিয়েছিল ভারতকে। মালদ্বীপের সরকারের ‘আর্জি’ ছিল, ১৫ মার্চের মধ্যে মলদ্বীপ থেকে ভারতীয় সেনা সরাতে হবে। মলদ্বীপ সরকারের সেই আর্জি মেনে মলদ্বীপের বিমানবন্দরগুলি থেকে ভারতীয় সেনা সরানোর কথা জানিয়েছে কেন্দ্রও। ভারত জানিয়েছে , সেনা সরাবে কিন্তু পরিবর্তে থাকবেন দক্ষ ভারতীয় প্রযুক্তিবিদরা। মানে সেনার বদলে এবার সেখানে থাকবেন ভারতীয় প্রযুক্তিবিদরা। ভারতের এই সিদ্ধান্তকে কূটনৈতিক বুদ্ধিমত্তার পরিচয় বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।গত বছর ভোটে জিতে নভেম্বরে মলদ্বীপের প্রেসিডেন্টের আসনে বসেছেন মুইজ্জু। ১৭ মার্চ মলদ্বীপের পার্লামেন্টের নির্বাচন। কূটনৈতিক বিশেষজ্ঞেরা মনে করছেন যে, ভারত সেনাদের সরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই নিজের মাটি শক্ত করে ভোটে জিতেছিলেন। এবার সেই ভারতীয় সেনাদের সরিয়ে দেওয়ার অস্ত্রটিকে পার্লামেন্ট নির্বাচনের জন্যও ব্যবহার করতে চাইছে মুইজ্জুর দল। তাই ভারতীয় সেনা প্রত্যাহারের জন্য ১৫ মার্চ দিনটিকে বেছে নিয়েছিলেন মুইজ্জু।