Rajat failed again in the first innings in the fourth Test against England.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: আবারো ব্যর্থ রজত পাতিদার। ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টেই প্রথম ইনিংসে ফের ব্যর্থ রজত। এই নিয়ে টানা তিনটি টেস্টে সুযোগ পেলেও পারফরম্যান্সের ধারে কাছে নেই তিনি। রান আসছেই না ব্যাটে। চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে যখন দলের সব থেকে প্রয়োজন উইকেট আকড়ে পরে থাকা, তখনও না পড়লেন উইকেটে পড়ে থাকতে,, না পড়লেন রান করতে। শোয়েব বশিরের বলে মাত্র ১৭ রান করেই সাজঘরে ফিরলেন তিনি। বুঝতেই পড়লেন না বল। অথচ সেই পিচেই অনবদ্য লড়াই দিয়ে গেলেন যশস্বী জয়সওয়াল। দলের বাকিরা যখন আসছে আর যাচ্ছে তখন উইকেটে পড়ে থেকে দলের সম্মান বাঁচালেন এই বাঁহাতি ব্যাটার। রোহিত শর্মা, গিলরা আউট হওয়ার পর ধরলেন দলের হাল। লাঞ্চের পরই করলেন অর্ধসতরান। টানা দুই টেস্টে শতরানকে দিশতরানের কনভার্ট করার পর চতুর্থ টেস্টেও ভারতের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন ২৩ বছরের এই বাঁহাতি ব্যাটার। শেষ মেষ ৭৩ রান করেন যশস্বী। দ্বিতীয় দিনের শেষে ভারতের সংগ্রহ ৭ উইকেটে ২১৯ রান।