England team has selected the pacer Mark Wood after seeing the wicket of Rajkot.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: বৃহস্পতিবার থেকে লড়াই শুরু। ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টে একে অপরকে ছাপিয়ে যাওয়ার লড়াই। সিরিজ এখন ১-১। ফলে এই টেস্ট যথেষ্টই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই ইংল্যান্ড দল রাজকোটের উইকেট দেখে পেসার মার্ক উডকে দলে নিয়েছেন। স্পষ্টতই বোঝা যাচ্ছে রাজকোটে শুধু স্পিনাররাই সুবিধা পাবেন না। কুলদীপ যেমন আগেই জানিয়েছিলেন উইকেটের ওপর হাল্কা ঘাস রয়েছে, ফলে পেসাররাও যথেষ্ট সাপোর্টিং উইকেট পাবে। সেই বিষয়টি অনুসরণ করেই ইংল্যান্ড ক্রিকেট দল স্পিনার রেহান আহমেদের পরিবর্তে দলে পেসার মার্ক উডকে নিয়ে এলেন। যদিও তৃতীয় দিন থেকে যে বল ঘুরেই তা আলবাত বলা যায়। স্লো টার্নার উইকেট হওয়ায়,, দুই দলই সংখ্যায় বেশি স্পিনার খেলাচ্ছে। যদিও রিভার্স সুইং করতে পারতে জোড়ে বোলাররাও সুবিধা পাবে , তা বলাই যায়। ব্যাটিংয়ের ক্ষেত্রে বিরাটের অনুপস্থিতিতে গিল, রোহিতের ওপর বাড়তি চাপ থাকছেই ধারাবাহকিতার মধ্যে থাকার। কারণ রোহিতের ব্যাটে রান নেই। শুভমন গিল অনেকগুলো ম্যাচে পরে শেষ টেস্টে ফর্মে ফিরেছেন।