The umpire’s decision gave England five runs
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : ভারতের ইনিংস চলাকালীনই ৫ রান পেয়ে গেল ইংল্যান্ড। সৌজন্যে ভারতীয় ক্রিকেটের রবিচন্দ্রন অশ্বিনের অনিচ্ছাকৃত ভুল। ব্যাটিং করার সময় পিচের মাঝখান থেকে দৌড়ানোর কারণে ভারতীয় ব্যাটার রবিচন্দ্রন অশ্বিনের বিরুদ্ধে সিদ্ধান্ত দেন আম্পায়ার। আর তাতেই রান পেয়ে গেল ইংল্যান্ড। অশ্বিনের এমন ভুলের মাসুল গুণতে হয় ভারতীয় শিবিরকে। ভারতের ইনিংসের ১০২ ওভার চলাকালীন ইংল্যান্ড স্পিনার রেহান আহমেদের বলে রান নিতে যান রবিচন্দ্রন অশ্বিন। যদিও সঙ্গে সঙ্গেই তখনই নন স্ট্রাইকার্স এন্ডে দাড়ানো ধ্রুব জুড়েল অশ্বিনকে ফিরিয়ে দেন। তারপরও পিচের মাঝখান থেকেই দৌড়ে যান ভারতীয় ব্যাটার। ফিল্ড আম্পায়ার জোয়েল উইলসন অশ্বিনের সঙ্গে কথা বলেন। এরপরই ইংল্যান্ডকে পাঁচ রান দেন। অর্থাত্ ইংল্যান্ড যখন ব্যাট করতে নামবে তখন স্কোর বোর্ডে আগে থেকেই পাঁচ রান নিয়েই মাঠে নামবে। ফিল্ড আম্পায়ারের এমন সিদ্ধান্তের পর তাঁকে বহুবার বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন অশ্বিন। অশ্বিনের কোনও কথাই গুরুত্ব না দিয়ে নিজের সিদ্ধান্তেই স্থির থাকেন জোয়েল উইলসন। ক্রিকেটের নিয়ম অনুযায়ী, পিচের সংরক্ষিত এলাকার মধ্য দিয়ে কেউ দৌড়াতে পারবে না। যদি কোনও ব্যাটার এই নিয়ম না মানে তা হলে সেই টিমকে শাস্তি দেওয়া হবে। সেই কারণেই ভারতীয় দলকে শাস্তি হিসেবে ৫ রানের পেনাল্টির নির্দেশ দেয় আম্পায়ার। দ্বিতীয় দিনের শেষে ২ উইকেট হারায় ইংল্যান্ড।