India will play the fourth Test against England on Friday.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টে মাঠে নামবে ভারত। বড় সড় অঘটন না ঘটলে সেই ম্যাচে অভিষেক ঘটতে পারে বাংলার হয়ে রণজি ট্রফি খেলা আকাশ দীপের। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলা বিরাটের এই সতীর্থর টেস্ট অভিষেক হতে পারে যশপ্রীত বুমরার না থাকার কারণে। সিরিজে এই মূহূর্তে এগিয়ে রয়েছে ভারত। রোহিত শর্মা দল এগিয়ে 2-1এ। তাই চতুর্থ টেস্টে বুমরাহকে ওয়ার্ক লোড কমানোর জন্য বিশ্রামের জন্য সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। সিরাজ ফিরে আসায় নির্বাচকদের কাজটাও অনেকটা সহজ হয়েছে বুমরাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিতে। মুকেশ কুমারকে দলে ফেরানো হলেও সিরিজের প্রথম দুই টেস্টেই হতাশাজনক পারফরমেন্স করেছেন তিনি। বুমরাহ ছিলেন বলে পেসারদের দিকে হারের জন্য আঙুল ওঠেনি সেবার। সিরাজ ফিরতেই তাই তৃতীয় টেস্টে রাখা হয়নি মুকেশ কুমারকে। পাঠিয়ে দেওয়া হয়েছিল রণজির ম্যাচ খেলতে। সেখানে বাংলার হয়ে ভালো পারফরমেন্স করে ফের দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। যদিও চতুর্থ টেস্টে সিরাজের সঙ্গী হওয়ার ব্যাপারে পাল্লা ভারি আকাশ দীপের দিকেই। কারণ ভারতীয় এ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে বেশ ভালো পারফরমেন্স করেছেন এই ডানহাতি বোলার। মুকেশকে খেলানো হলেও তিনি ক্লিক না করায় তাই আকাশদীপকে সুযোগ দেওয়ার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। এদিকে লোকেশ রাহুল ছিটকে গেছেন সিরিজ থেকে। যশস্বী এবং শুভমন গিল ফর্মে ফেরায় চাপ কমেছে রোহিতের ওপর থেকে। নাহলে জুনিয়র ব্যাটিং লাইন আপকে নেতৃত্ব দিয়ে সিরিজ জেতাতে বেশ কাঠখড়ই পোহাতে হত রোহিতকে। অবশ্য ইংল্যান্ডের দাতনখহীন বোলিংও ভারতের সিরিজে ভালো পারফরমেন্সের একটা কারণ। রজত পতিদারের অফ ফর্ম নিয়ে চিন্তা থাকছে ম্যানেজমেন্টের। এখন দেখার চতুর্থ টেস্টে ঠিক কি কম্বিনেশন খেলান দ্রাবিড় এবং রোহিত শর্মা।