Rehan Ahmed and Mark Wood have been rested in the England cricket team for India-England 4th Test
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টের ইংল্যান্ড ক্রিকেট দলে বিশ্রাম দেওয়া হল রেহান আহমেদ এবং মার্ক উডকে। সিরিজে এখন পিছিয়ে রয়েছে ইংল্যান্ড। সমতায় ফেরানোর লক্ষ্যে শুক্রবার রাঁচিতে মাঠে ভারতের মুখোমুখি তারা। এই টেস্টে দুই ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে। বাকি কোর টিম অপরিবর্তিত রেখেই সাফল্যের খোঁজে বেন স্টোক্সরা। বদলে দলে এসেছেন দুই ক্রিকেটার শোয়েব বাশির এবং ওলি রবিনসন। শেষ টেস্টে মার্ক উড সাফল্য পাননি। রেহানের পারফরমেন্সও নজরকাড়া ছিল না মোটেই। ফলে ব্রেন্ডন ম্যাককালাম চাইলেন পেস এবং স্পিন, দুই বিভাগেই কিছু পরিবর্তন করতে। যদিও চতুর্থ টেস্টে আর বাজবল নয়, বরং কিছুটা ধীমে তালে রান তোলার নির্দেশ দেওয়া হচ্ছে রুট, ক্রলিদের। বাজবল ট্রাই করতে গিয়ে, রুটদের খেলার বারোটা বাজিয়ে দিয়েছেন ম্যাকালান। বাধ্য হয়েই তাই তাদের চেনা খেলাই খেলতে বলছেন ইংল্যান্ড কোচ। প্রথম একাদশ – জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, বেন স্টোকস, বেন ফোকস, টম হার্টলি, ওলি রবিনসন, জেমস অ্যান্ডারসন এবং শোয়েব বশির।