India-China conflict over Arunachal, Foreign Ministry
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ভারতের অরুণাচল প্রদেশের কয়েকটি স্থানের নাম হঠাৎই পরিবর্তনের হিড়িক তুলেছে চিন। ভারতের একটি রাজ্যের স্থানের নাম কিভাবে চিন বদলাতে পারে এই প্রশ্নই তুলেছে ভারত সরকার। সম্প্রতি চীনের তরফ থেকে অরুণাচল প্রদেশের কয়েকটি জায়গায় নাম বদল করে প্রকাশ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই ভারতের বিদেশমন্ত্রক এক বিজ্ঞপ্তিতে স্পষ্টতই জানিয়েছে চীনের কোনো অধিকার নেই ভারতের কোনো রাজ্যের স্থানের নাম বদল করার। চীনের এই প্রয়াস একদমই ভিত্তিহীন এবং অবৈধ। অরুণাচল প্রদেশের ভারতের এক অবিচ্ছেদ্য অংশ। ইচ্ছা মত অন্য দেশের কোনো জায়গায় নাম দিয়ে দেওয়া গেলেই, সেই জায়গা তার হয়ে যায় না।ভারত সরকারের নিষেধ সত্বেও চিন সম্প্রতি অরুণাচল প্রদেশের ৩০টি জায়গার নতুন নাম প্রকাশ করেছে। ১ মে থেকে তাদের দেওয়া নতুন নাম কার্যকর হওয়ার দাবি করেছে চীন। তারা এও বলেছে, বিদেশী নামে চীনের কোনো স্থানকে ডাকা হলে তাদের দেশের একতা নষ্ট হবে। এর পরিপ্রেক্ষিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর বলেছেন, অন্যের বাড়ির নাম বদলে দিলেই তা নিজের হয়ে যায় না। অরুণাচল প্রদেশ ভারতেরই চল এবং তাই থাকবে ভবিষ্যতে। নাম পরিবর্তন করে কিছুই করা যাবে না। উল্লেখ্য মার্কিন যুক্তরাষ্ট্রের তরফেও আগে বলা হয়েছে, অরুণাচল প্রদেশ ভারতেরই অঙ্গ।