India alliance will win, Congress claims
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সপ্তম দফা ভোটের পর এক্সিট পোল বেরোনোর সঙ্গে সঙ্গেই দাবি করা হয়েছে কোনওদিক থেকে কংগ্রেস বা ইন্ডিয়া জোট হয়ত কেন্দ্রে ক্ষমতায় আসতে পারবে না। এরই মধ্যে শনিবার বৈঠক ছিল ইন্ডিয়া জোটের শরীকদের। কেন্দ্রে এই জোটের অধীনে থাকা সব দলই এক হয়ে বৈঠকে উপস্থিত হয়েছিল তৃণমূল কংগ্রেস বাদে। বৈঠকের পর কংগ্রেসের সভাপতি এক্সিট পোলের সমস্ত দাবি উড়িয়ে দাবি করলেন ২৯৫ আসন পেতে চলেছেন তাঁরা। অর্থাৎ ইন্ডিয়া জোটের সাফল্যের ব্যাপারে এখনও নিশ্চিত কংগ্রেস। তিনশোর পাশে তাঁদের অনুমান আসন সংখ্যা। যদিও কংগ্রেস সভাপতির এই দাবির পর বিজেপি নেতারা পাল্টা বলছেন, ৪জুনের পরই সব উত্তর পাওয়া যাবে। উল্লেখ্য গতবার এককভাবে বিজেপি পেয়েছিল ৩০৩টি আসন, ফলে ইন্ডিয়া জোট দাবি করেছে কমপক্ষে ২৯৫ থেকে ৩০৫টি আসন পেতে পারেন তাঁরা।