Mamata Banerjee informed that she will not be able to attend the India Alliance meeting on June 1.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ১লা জুনের ইন্ডিয়া জোটের ডাকা বৈঠকে উপস্থিত হতে পারবেন না, জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তর কলকাতা কেন্দ্রের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে এক সভায় তিনি জানান, তাঁরপক্ষে ১ তারিখের বৈঠকে যাওয়া সম্ভব নয়। সেদিন রয়েছে লোকসভা ভোটের শেষপর্বের ভোটগ্রহণ। উত্তর প্রদেশের মতো সেদিন বাংলাতেও ভোট হবে। ৯টি কেন্দ্রে সেদিন ভোটগ্রহণ হওয়ার কথা, তাই তাঁর পক্ষে সেদিন নিজের রাজ্যের ভোট ছেড়ে দিল্লিতে যাওয়া সম্ভব নয়, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও সেদিন তাঁর নিজের ভোট রয়েছে , সেখানে ভোটদান করবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তাই ১তারিখ যাবেন না তিনি। এই নিয়ে শুরুর দিকে কিছুটা জল্পনা তৈরি হয়েছিল, হয়ত সিপিআইএম এবং প্রদেশ কংগ্রেসের ওপর বিরক্তির কারণেই তিনি বৈঠকে যোগ দেবেন না, যদিও সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন খোদ তৃণমূল নেত্রী।