After Bengal, the India alliance also broke in Kerala, the future of the alliance is in question
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বাংলায় আগেই ভেঙেছে ইন্ডিয়া জোট। বাম আর কংগ্রেসের মধ্যে কিছুটা বোঝাপড়া থাকলেও তৃণমূলের সঙ্গে ভোটে কোনো সম্পর্ক রাখছে না বাম, কংগ্রেস। শুধু বাংলায় নয়, কেরল থেকেও রাহুল গান্ধীর ভোটে দাঁড়ানো নিয়ে প্রশ্ন তুলেছিল বামেরা। এরই মধ্যে জম্মু কাশ্মীর এবং লাদাখেও ভেঙে গেল ইন্ডিয়া জোট। প্রাথমিকভাবে ওমর আবদুল্লার এনসি এবং মেহবুবা মুফতির পিডিপি ছিল ইন্ডিয়া জোটে। কিন্তু সময় যতই গড়ায় জোট তৈরির পরিবর্তে জট পাকাতে থাকে। শেষমেষ অমর আবদুল্লার ন্যাশনাল কনফারেন্সের সঙ্গেই আসন সমঝোতা করে নিল কংগ্রেস। জম্মু কাশ্মীরের ৫ ও লাদাখের একটি আসনের মধ্যে ৩টি করে আসনে লড়বে কংগ্রেস ও এনসি। এর মধ্যে অনন্তনাগ – রাযৌড়ি কেন্দ্রকে হাই ভোল্টেজ ধরা হচ্ছে। কারণ এখানে দুই দুই হেভিওয়েট মুখোমুখি হচ্ছে পরস্পরের। একদিকে পিডিপির মেহবুবা মুফতি, অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের বর্ষীয়ান নেতা গুলাম নবি আজাদ।