India in a favorable position in the second Test
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় টেস্টে ভালো জায়গায় ভারত। ইংল্যান্ডের সামনে বড়ো রানের লক্ষ্যমাত্রা রাখল টিম ইন্ডিয়া। সৌজন্যে শুভমন গিলের শতরান। বেশ কয়েকটি টেস্টে বড়ো রানের দেখা পাননি গিল। ফলে চাপ বাড়ছিল তার ওপর। শেষ মেশ তার ব্যাট থেকে এলো বহুকাঙ্খিত শতরান। সেই সুবাদেই দ্বিতীয় ইনিংসে ভারত করল ২৫৫ রান। গিল ছাড়া এবার ব্যর্থ মিডল অর্ডার। গিল ব্যাট থেকে এল ২টি ওভার বাউন্ডারি এবং ১১ টি বাউন্ডারিতে সাজানো ১০৪ রান। শ্রেয়াস আইয়ার রান পেলেন না বড়। করলেন মাত্র ২৯ রান। একই অবস্থা পতিদারের। রজতের ব্যাট থেকে এল মাত্র ৯ রান। যেটুকু লড়াই দেওয়ার দিলেন অক্ষর প্যাটেল। তিনি ৪৫ রান যোগ না করলে গিলেই শতরানও হতো না।
ভারতের স্কোরও ভদ্রজনক জায়গায় যেত না। শেষ দিকে টেলেন্ডারদের নিয়ে ২৯ রান করেন রবিচন্দ্রন অশ্বিন। ৩৯৯ রানের লক্ষ্য মাত্রা নিয়ে খেলতে নেমে তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ১ উইকেটে ৬৭। বেন দাকেটের উইকেট নিয়ে ভারতকে খেলায় ফেরান অশ্বিন। চতুর্থ দিনে ভারতীয় বোলাররা ভালো বোলিং করতে পারলেই সিরিজে সমতা ফেরাতে চলেছে টিম ইন্ডিয়া, তা বলাই যায়। জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন আরো ৩৩২ রান। চতুর্থ ইনিংসে যা তোলা যথেষ্ট কঠিন কাজ, তা বলাই যায়। ভারতকে চাপে রাখতে বাজবল টেকনিক নিলেও, ইংল্যান্ডের কাছে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে, তা বলাই বাহুল্য।