People from minority communities are celebrating Eid festival in Kamarhati. Left candidate Sujan Chakraborty shared their joy.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: গোটা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে খুশির ঈদ। এক মাস উপোস রাখার পর খুশির ঈদ পালন করেন মুসলিম সম্প্রদায়ই মানুষজন। ঈদ উপলক্ষ্যে দমদম লোকসভা এলাকার কামারহাটিতেও ঈদ উৎসবে মেতেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা। তাদের সেই আনন্দ ভাগ করে নিলেন সিপিআই(এম) প্রার্থী সুজন চক্রবর্তী।
কামারহাটি বড় ছাইগাদা ময়দানে কামারহাটির সংখ্যালঘু মানুষেরা এসে উপস্থিত হন সেখানে সকালবেলায় খুশির ঈদের নামাজ পাঠ করেন। তারপরে সকলে এক ওপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে। সকালের নামাজ পড়ার অনুষ্ঠান উপস্থিত ছিলেন সুজন চক্রবর্তী, সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য মানষ মুখার্জি, ঝন্টু মজুমদার, প্রদীপ মজুমদার, সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য সায়নদ্বীপ মিত্র।
নামাজ পড়তে আসা মানুষদের সাথে কথা বলেন সুজন চক্রবর্তী। তারাও প্রার্থীর সাথে কথা বলেন। উৎসবের দিন সিপিআই(এম) প্রার্থীকে কাছে পেয়ে খুশি হয়েছেন নামাজে অংশ নেওয়া মানুষজন।