Former Pakistan Prime Minister Imran Khan cast his vote from Adiala Jail
বিদেশ
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : দীর্ঘদিন ধরে রাজনৈতিক চাপানউতোর চলছিল পাকিস্তানে। অস্থিরতায় ভুগতে থাকা এই দেশ শান্তির আশায় ভোট দিতে যাবে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বৃহস্পতিবার ৮ই ফেব্রুয়ারি শুরু হয়েছে পাকিস্তানে নির্বাচন। জেলে বসেই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। একই পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করেছেন জেলে বন্দি থাকা অন্যান্য বিশিষ্ট রাজনৈতিক নেতারাও। তবে ভোট দিতে পারেননি ইমরানের স্ত্রী বুশরা বিবি।
২০২৩-র আগস্ট মাস থেকে জেলবন্দি প্রাক্তন পাক অধিনায়ক ইমরান। এইবারের নির্বাচনে লড়তে পারেননি তিনি। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে রয়েছে ইমরান। সেখানে বসেই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন তিনি। পাক সংবাদপত্র ডন সূত্রে খবর, ইমরানের স্ত্রী বুশরা বিবির গ্রেপ্তারির আগেই ইস্যু হয়ে গিয়েছিল পোস্টাল ব্যালট। তাই এই প্রক্রিয়ায় তাঁর ভোট দেওয়ার অনুরোধ গ্রহণ করা হয়নি।
ভোটগ্রহণ শুরুর আগেই মোবাইল পরিষেবা বন্ধ করে দেয় প্রশাসন। পরিস্থিতি মোকাবিলা করার জন্যে রাজধানী ইসলামাবাদে সেনাদের প্রস্তুত রাখা হয়।