Indian football team coach Igor Stimach under pressure.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: চাপের মুখে ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিম্যাচ। আফগানিস্তানের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে হারের পর প্রশ্ন উঠছে স্টিম্যচের পরিকল্পনা নিয়েও। ভারতে কোচিং করিয়ে যাওয়া অ্যাশলে ওয়েস্টউড। যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে যেখানে ঠিক ভাবে ফুটবলের জন্য পরিকাঠামোই নেই। নিজেরা ম্যাচ খেলে সৌদি আরবে। সেই দেশই কিনা ভারতের মাটিতে এসে ভারতকে হারিয়ে গেল।
নিজের ১৫০ তম ম্যাচে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন কেরিয়ারের পড়ন্ত বিকেলে থাকা সুনীল। অথচ গোটা দল মিলে সেই লিড ধরে রাখতে তো পারলই না, উল্টে জোড়া গোল হজম করে হেরে গেল। সুনীলের একটি শট বারে লাগলো। নাহলে হয়ত ম্যাচ ড্র হতে পারত। আফগানদের একটি গোল ঢুকল রাহুল ভেকের পায়ের তলা দিয়ে। দ্বিতীয় গোলের ক্ষেত্রে যেভাবে পেনাল্টি দিলেন সান্ধু, তিনি নিজে দেখলে নিজেই লজ্জা পাবেন। ভারতীয় দলের এমন অবস্থা তো নতুন নয়, ওয়েস্টউড যদি পারেন আফগানিস্তানকে এতদূর তুলতে, তাহলে স্টিম্যাচের সমস্যা কোথায়?