Protest in front of Shaishali Bhavan in Salt Lake by hundreds of young women candidates for the post of ICDS supervisor.
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
এক সপ্তাহের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার দাবিতে সল্টলেকের শৈশালি ভবনের সামনে বিক্ষোভ আইসিডিএস সুপারভাইজার পদ প্রার্থী কয়েকশো তরুণীর।২০২২ সালে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এদের নিয়োগের পরীক্ষা হয়।
২৯৩১ শূন্য পদে নিয়োগের জন্য।২৯৩১ পদে পরীক্ষায় সফল প্রার্থীদের মেরিট লিস্ট প্রকাশিত হয়।এরপর সকলের মেডিক্যাল থেকে শুরু করে পুলিশ ভেরিফিকেশন পর্যন্ত হয়ে গেছে।তারপর এখন পর্যন্ত ৩৩৮ জনের নিয়োগ সম্পন্ন হয়েছে। মোট সফল প্রার্থীর ১১ শতাংশ নিয়োগ করেই থেমে গিয়েছে নিয়োগ এমনটাই অভিযোগ।
এক বছরের বেশি সময় ধরে অপেক্ষার পর এবার দ্রুত নিয়োগের দাবিতে রাস্তায় এই সফল প্রার্থীরা। গত ৪ জানুয়ারি তারা বিক্ষোভ দেখালে পুলিশ বিক্ষোভ কারীদের সরিয়ে দেয়। কয়েকজন কে আটক করে।তারপরেও আজ ফের সল্টলেকে শৈশালী ভবনের সামনের রাস্তায় ধর্নায়।