Mahamedan Spotting Club could not end the campaign with a win in the last match of the I-League
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: আইলিগের শেষ ম্যাচে জয় দিয়ে অভিযান শেষ করতে পারল না মহামেডান স্পোটিং ক্লাব। দল এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে গেছিল। যা হওয়ার তাই হল। সেই চেনা ঝাঁজ উধাও সাদা ফুটবলারদের মধ্যে। ম্যাচ হেরে ৫২ পয়েন্টে লিগ শেষ করল মহামেডান। আগামী মরশুমে আইএসএলে কলকাতার বাকি দুই প্রধানের সঙ্গে খেলবে তারা। ৩-১ গোলে দিল্লির এফসির বিপক্ষে হারল সাদা কালো ব্রিগেড। দিল্লির হয়ে প্রথম গোলটি করেন হলমুরোডভ। প্রথমার্ধেই দ্বিতীয় গোল পেয়ে যায় দিল্লি। গায়ারি গোল করে তাদের ব্যবধান ২-০ করেন। এরপর ম্যাচের অন্তিম মুহূর্তে আসে দুই দলের পা থেকেই গোল। প্রথমে দিল্লির এফসির ব্যবধান ৩-০ করেন বারবোসা। এর এক মিনিটের মধ্যেই সাদা কালো ব্রিগেডের হয়ে ব্যবধান কমান কাশিমোভ। ম্যাচ শেষে হার ভুলে আইলিগ জয়ের আনন্দে মাতোয়ারা হয়ে যান ফুটবলার, কর্তা, সমর্থকরা।