Chennai’s second loss in a row, Hyderabad won the tough match easily
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: টানা দুই ম্যাচে হারের মুখ দেখল চেন্নাই সুপার কিংস। হায়দ্রাবাদ বিপক্ষে হেরে গেল মহেন্দ্র সিং ধোনির দল। দিল্লি ম্যাচের পর সানরাইজার্সের বিপক্ষেও হারতে হওয়ায় হতাশ সিএসকে শিবির। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৫ রান করে চেন্নাই। ২৪ বলে ৪৫ রান করেন শিবম দুবে। আজিঙ্কা রাহানে ৩৫ এবং রবীন্দ্র জাদেজা ৩১ রান করলেও, একটু বেশি বল খেললেন তারা। প্যাট কামিন্স, ভুবনেশ্বর কুমারদের বিপক্ষে খোলস থেকে বেরোতে পারলেন না তারা। জবাবে ব্যাট করতে নেমে অসাধারন শুরু করে হায়দরাবাদ। মাত্র ২.৩ ওভারে তারা করে ফেলে ৪৬ রান। অভিষেক শর্মা ১২ বলে ৩৭ রান করে আউট হন। আর তাতেই খেই হারিয়ে ফেলে সিএসকে বোলারর। আরেক ওপেনার ট্রভিস হেড করেন ৩১ রান। আইডেন মাকারাম অর্ধসতিরান করে করে দলের জয় নিশ্চিত করে দিয়েছিলেন। দীপক চাহারকে ৬ মেরে ম্যাচে জয় তুলে নেন নীতিশ রেড্ডি। চেন্নাই, হায়দরাবাদ , দুই দলেরই ৪ ম্যাচে পয়েন্ট সংখ্যা ৪।