Best match of IPL, 549 runs scored, Hyderabad won
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : রুদ্ধশ্বাস ম্যাচে বেঙ্গালুরুকে হারিয়ে দিল সানরাইজার্স হায়দরাবাদ। ২৫ রানে জিতল প্যাট কামিন্সের দল। আইপিএলের অন্যতম সেরা ম্যাচ হল মঙ্গলবার। যেখানে প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দরাবাদ করে ২৮৭ রান। পাল্টা চেজ করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু করে ২৬২ রান। দুই ইনিংস মিলিয়ে উঠল ৫৪৯ রান। উইকেট পড়ল মোট ১০টি। ট্রাভিস হেডের শতরানের সৌজন্যে ৩ উইকেটে ২৮৭ করেছিল হায়দরাবাদ। চেজ করতে নেমে দুরন্ত শুরু করে বেঙ্গালুরুও। ২০ বলে ৪২ রান করেন বিরাট কোহলি, ২৮ বলে ৬২ রান করেন ফ্যাফ ডুপ্লেসি। এই দুজন আউট হতেই ফের উইকেট পড়া শুরু হয় যায় আরসিবির। সকলে যখন ধরেই নিয়েছে বাজে ভাবে হারতে চলেছে বেঙ্গালুরু তখনই কামাল দেখান দীনেশ কার্তিক। ৩৫ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। অনুজ রাওয়াত এসে ১৪ বলে ২৫ রান করেন। শেষ পর্যন্ত ২৫ রান দূরে থেমে যায় বেঙ্গালুরুর ইনিংস। ম্যাচের সেরা নির্বাচিত হন হায়দরাবাদের ট্রাভিস হেড।