Patients will get super specialty services at Amata Hospital
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : বুধবার হাওড়ার জনসভায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাঁতরাগাছি থেকে ২৪০ শয্যার নব নির্মিত আমতা সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। হাওড়া গ্রামীণ হাসপাতালের চিকিৎসা ক্ষেত্রে নতুন একটা পালকের সংযোজন হল।
প্রশাসন সূত্র মারফত জানা যাচ্ছে চার তলার হাসপাতালটি তৈরি করতে ব্যায় হয়েছে প্রায় ৩৭.৩০কোটি টাকা। হাসপাতালটি নির্মান হওয়ায় কয়েক লাখ মানুষ উপকৃত হবেন। নবনির্মিত এই সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীদের জন্য একাধিক লিফট, সিঁড়ি এবং র্যাম্প থাকছে। এছাড়াও হাসপাতালে সিসিইউ, এনআইসিইউ, আইটিইউ, ডায়ালিসিসি ইউনিট ছাড়াও একাধিক উন্নত চিকিৎসা পরিষেবা থাকছে। যেটা জানা যাচ্ছে যে, সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মান হচ্ছে দুটি ধাপে। প্রথম ধাপে চারতলা হয়েছে। দ্বিতীয় ধাপে আরও চারতলা হবে। হাসপাতাল সৌন্দার্যায়নের জন্যে হাসপাতালের চারিদিকে বাগান ও ভিতরের পুকুরকেও সাজানো হবে। আমতায় নতুন ২৪০ শয্যার সুপার স্পেশালিটি হাসপাতাল হওয়ায় খুশি সাধারন মানুষ।