Fire in Kolkata-bound vehicle on Howrah Bridge, the passengers in trouble as traffic stopped
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: হাওড়া ব্রিজের ওপরে কলকাতা গামী একটি চলন্ত গাড়িতে আগুন। ব্যস্ত সময়ে একটি চার চাকা গাড়িতে আগুন লেগে তীব্র আতঙ্ক৷ ঘটনার জেরে প্রায় পয়তাল্লিশ মিনিট ধরে হাওড়া সেতুর উপরে যান চলাচল বন্ধ রাখতে হয়৷ ঘটনা ঘটছে মঙ্গলবার রাত সোয়া আটটা নাগাদ। গাড়ির চালক কিছু বোঝার আগেই মুহূর্তের মধ্যে দাউ দাউ করে গোটা গাড়ি জ্বলতে শুরু করে। জানা গিয়েছে, গাড়িতে এক মহিলা এবং শিশু সহ মোট তিন জন ছিলেন৷ তাঁরা কলকাতায় একটি বিয়ে বাড়িতে আসছিলেন৷ গাড়িটি হাওড়া ব্রিজে ওঠার পরই সেটিতে আগুন লেগে যায়৷খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় হাওড়া ফায়ার স্টেশন থেকে দমকলের দুটি ইঞ্জিন। উপস্থিত হয় ট্রাফিক ও নর্থ পোর্ট থানার পুলিশ। পরে সেন্ট্রাল এভিনিউ থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্রেন করে ক্ষতিগ্রস্ত গাড়িটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনায় হতাহতের কোনো খবর নেই। পুলিশ ও দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে হাওড়া ব্রিজের উপরে তীব্র আতঙ্ক ছড়ায়৷ ব্রিজের উপরে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ৷ ফলে ব্যাপক সমস্যার মধ্যে পড়েন যাত্রীরাও৷