Amit Shah wanted 30 seats from Bengal
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বাংলায় এসে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আরও একবার তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর বার্তা বাংলাকে পিছিয়ে যাওয়া থেকে আটকাতে হবে। গোটা দেশেই বিজেপি বিকাশ করছে, বাংলাতেও প্রচুর টাকা উন্নয়নে পাঠানো হয়েছে। কিন্তু সেই টাকা নষ্ট হচ্ছে। আম জনতা পাচ্ছে না। যদিও বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী তথা গায়ক অসিম সরকারের হয়ে প্রচার করতে এসে অমিত শাহ বাংলার মানুষের থেকে চাইলেন ৩০টি আসন। সেই আসন বাংলা থেকে পেলেই এই রাজ্যকে তাঁরা ভারতের এক নম্বর রাজ্য বানাবেন বলে প্রতিশ্রুতি দিলেন। তিনি বলেন, বাংলা ১০ লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে। কিন্তু আপনাদের কাছে সেই টাকা কি গেছে? তৃণমূল লুঠ করে নিয়েছে সেই টাকা। বাংলার মা-বোনদের ওপর অত্যাচার হয়েছে। বিজেপি সেই অভিযুক্তদের শাস্তি দেবেই। বিজেপির কর্মিদের যারা খুন করছে, বিজেপি ক্ষমতায় এলে তাঁদের মাটির তলা থেকেও বের করে আনা হবে।