In a recent interview,Home Minister Amit Shah said that they will get 24 to 30 seats from Bengal. BJP leaders and workers are in trouble with his words.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের চতুর্থ দফা ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। সামনে রয়েছে আরও তিন দফা। এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবিতে কিছুটা সমস্যায় পড়েছে বিজেপির নেতা কর্মিরা। শুরুতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বারবার দাবি করে এসেছিল বাংলায় ৩৫ আসন টার্গেট করছে তাঁরা, সেই আসন তারা জিতবেন এবারের লোকসভা নির্বাচনে। পরবর্তী সময় সেই সংখ্যা কমতে কমতে এখন দাঁড়িয়েছে ২৪-এ। সম্প্রতি এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বাংলা থেকে তাঁরা ২৪ থেকে ৩০টি আসন পাবে। কিন্তু শীর্ষ নেতৃত্ব যদি এভাবে সংখ্যা কমাতে থাকে, তাহলে তো আত্মবিশ্বাসে ঘাটতি পড়তে বাধ্য কর্মিদের মধ্যে। আর এতেই কিছুটা স্বস্তি পেয়েছে তৃণমূল কংগ্রেস। কারণ বিজেপির হেভিওয়েট নেতার মুখ থেকে টার্গেটের সংখ্যা হ্রাস পাওয়ায় তাঁরা ধরে নিচ্ছে, নিশ্চয় প্রথম চার দফায় সেই ইঙ্গিত পেয়েছে বিজেপি। এদিকে গতবারের তুলনায় পারফরমেন্স ভালো করাই লক্ষ্য তৃণমূল কংগ্রেসের।