Narendra Modi will be the Prime Minister. Home Minister rejected Kejriwal’s claim
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে বেরিয়েই দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার ফিরলে তিনি নাকি এক বছরের মধ্যেই নিজের পদে অমিত শাহকে বসিয়ে দেবেন, কারণ তাঁর বয়স এখন ৭৫। এই নিয়ম নাকি দলে নিজেই লাগু করেছিলেন নরেন্দ্র মোদী, যার ফলে লালকৃষ্ণ আডবানির মতো নেতাদের সরিয়ে দেওয়া হয়েছিল, বলা ভালো পাঠানো হয়েছিল অবসরে। যদিও কেজরিওয়ালের এই দাবি স্পষ্ট উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংবিধানে এমন কোনও নিয়মই নেই, যাতে ৭৫ বছরের পর প্রধানমন্ত্রীত্ব করা যাবে না, তাই কেজরিওয়ালের দাবির কোনও সত্যতা নেই বলেই জানিয়েছেন অমিত শাহ। তিনি বলেছেন, ‘ আমি কেজরিওয়াল জি সহ ইন্ডিয়া জোটের নেতৃবৃন্দকে স্পষ্টভাবেই জানাতে চাই, এমন কোনও সংবিধান আমাদের নেই , ৭৫ বছর বয়সের পর আর প্রধানমন্ত্রী থাকা যাবে না। তাই নিজের মেয়াদ নরেন্দ্র মোদী পূরণ করবেন , এখানে প্রশ্নের কোনও অবকাশই নেই’।