I In2025 Higher Secondary will start on March 3, Education Minister Bratya Basu announced after the exam
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : আগামী বছর ২০২৫-র উচ্চমাধ্যমিক সূচি ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরেই আগামী বছরে পরীক্ষার দিন ঘোষণা করেন তিনি। ২০২৫ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে মার্চ মাসের ৩ তারিখ। যা শেষ হবে ১৮ মার্চ। বিস্তারিত রুটিনও প্রকাশিত হয়েছে সংসদের তরফে। বৃহস্পতিবার বিকাশ ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন ব্রাত্য বসু এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। চলতি বছর পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, তেমনই দাবি সংসদের। আগামী তিনমাসের মধ্যেই ফলপ্রকাশ হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
সাংবাদিকরা প্রশ্ন ফাঁস সংক্রান্ত প্রশ্ন করতেই শিক্ষামন্ত্রীর বলেন, বেশ কিছু অসাধু চক্র ভুয়ো প্রশ্নপত্র ছড়িয়ে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়, কিন্তু তাদের সেই চেষ্টা সফল হয়নি। ব্রাত্য বসুর আরও বক্তব্য, প্রায় সাড়ে ৬০০০ কেন্দ্রে বহিরাগতদের প্রবেশ করতে দিয়েছেন অশিক্ষা কর্মচারী বা শিক্ষকরা। সংসদ তাঁদের চিহ্নিত করেছে। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে সংসদের তরফে। পশ্চিম মেদিনীপুর, মালদহ, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি – এইসব জেলায় পরীক্ষাকেন্দ্রে মোবাইল অনুমোদন করা হয়েছে। সে বিষয়েও কড়া পদক্ষেপ নেওয়া হ