Calcutta High Court Justice Debanshu Basak’s Division Bench Extends Time to View OMR Sheets of Job Seekers in SSC Case
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : আগামী ২৩শে ফেব্রুয়ারি পর্যন্ত নিজেদের OMR দেখতে পারবেন চাকরিপ্রার্থী এবং বিতর্কিত চাকরি প্রাপকরা। OMR নিরীক্ষণের জন্য এর আগে ৯ই ফেব্রুয়ারি পর্যন্ত সময় নির্ধারিত করেছিল বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ ডিভিশন বেঞ্চ।
মঙ্গলবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সময়সীমাই বাড়ানোর নির্দেশ দিলেন। তবে এখনও পর্যন্ত দু হাজারের কিছু বেশি প্রার্থী তাদের ওএমআর পর্যবেক্ষণ করেছেন বলে আদালতে আজ জানাল সিবিআইয়ের পক্ষের আইনজীবী বিল্লদল ভট্টাচার্য্য।
এদিন মামলকারিদের পক্ষের আইনজীবী আইনজীবী প্রমিত রায় অভিযোগ করেন চাকরিপ্রার্থীরা OMR নিরীক্ষণের আবেদন করেছিলেন । কিন্তু সেটা দেখানো হয়নি। সিবিআইয়ের ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি দেবাংশু বসাক বলেন, যদি ৫৪ লক্ষ পরীক্ষার্থী তাদের ওএমআর দেখতে চায় তাহলে সিবিআইকে সেটাই দেখাতে হবে। আগামী ৪ঠা মার্চ মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা।