High Court ordered to demolish a five-storey illegal construction in Shantinagar of Salt Lake
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: এবার সল্টলেকের শান্তিনগরে একটি পাঁচ তলা বেআইনি বহুতল ভাঙার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ ওই বাড়িটি ভেঙে ফেলতে অবিলম্বে পদক্ষেপ করতে হবে বিধাননগর পুরসভাকে। এছাড়াও বিচারপতির নির্দেশ সংশ্লিষ্ট প্রোমোটারকে আগামী ১২ এপ্রিলের মধ্যে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে সিকিউরিটি ডিপোজিট হিসেবে ১ কোটি টাকা জমা দিতে হবে। এছাড়াও বাসিন্দাদের ফ্ল্যাট খালি করে দেওয়ার জন্য ৩০ দিনের সময়সীমা দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। ফ্ল্যাট খালি হয়ে যাওয়ার পর ওই বহুতলটি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। রাজ্য বিদ্যুৎ পর্ষদকেও ওই বহুতলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করারও নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। পাশাপাশি, বিধাননগর পুরসভাকেও ওই বেআইনি বহুতলের জলের সংযোগ বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আগামী ১৬ এপ্রিল মামলার পরবর্তী শুনানি। আদালতের নির্দেশমতো রেজিস্ট্রার জেনারেলের কাছে টাকা জমা দেয়া হয়েছে কিনা, তা ওই দিন জানাতে হবে আদালতে। এর আগে এই বিল্ডিংটি ভেঙে ফেলতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপরও তা ভাঙা হয়নি বলে অভিযোগ।