High Court reluctant to intervene in case of fraud in the name of taking a trip to Antarctica
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
আন্টার্কটিকায় ভ্রমণে নিয়ে যাওয়ার নাম করে প্রতারণার ঘটনায় এখনই হস্তক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। আন্টার্কটিকায় ভ্রমণে নিয়ে যাওয়ার নাম করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ১ কোটি টাকা প্রতারণার অভিযোগ ওঠে একটি ভ্রমন সংস্থার বিরুদ্ধে। টালিগঞ্জ থানায় অভিযোগের ভিত্তিতে ওই সংস্থার কর্ণধার শ্রেয়সী বিশ্বাসকে গ্রেপ্তার করা করে টালিগঞ্জ থানার পুলিস। সেই গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু বিষয়টিতে এখনই হস্তক্ষেপ করতে চাননি বিচারপতি জয় সেনগুপ্ত ২২ তারিখ মামলার পরবর্তী শুনানি। ওই দিন কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
গত বছরের শুরুতে আন্টার্কটিকায় নিয়ে যাওয়ার নাম করে বিজ্ঞাপন দেয় একটি ভ্রমন সংস্থা। আকর্ষনীয় সেই বিজ্ঞাপনে উল্লেখ করা হয় কোনও রকম মেডিক্যা ল পরীক্ষা ছাড়াই আন্টার্কটিকা ভ্রমন করা যাবে। বয়সেরও কোনও সীমা নেই। এই বিজ্ঞাপন দিয়ে আগাম টাকা তুলতে শুরু করে সংস্থাটি। কিন্তু আন্টার্কটিকা যাত্রার আগে অনেকেই জানতে পারেন তাদের জাহাজ ও প্লেনের যে টিকিট দেওয়া হয়েছে সেগুলি ভুয়ো। কিন্তু সংস্থার অফিসে যোগাযোগ করেও কোনও লাভ হয়নি এরপরই ওই ভ্রমণকারীরা টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। হাইকোর্টে দায়ের করা মামলায় সংস্থার কর্ণধার শ্রেয়সী বিশ্বাসের আইনজীবী দাবি করেন, সংস্থার কিছু কর্মী এই ঘটনার সঙ্গে যুক্ত। আদালত অবশ্য বিষয়টিতে এখনই হস্তক্ষেপ করেনি।