Abortion even after not ordering the court! Justice Sabyasachi Bhattacharya is concerned about the health of the young woman
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল:
২৪ সপ্তাহে অন্তঃসত্ত্বা যুবতীকে ভালো করে মেডিকেল চেকআপ যাতে করা হয় মেডিকেল বোর্ড গঠন করে সেই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। আদালতের নির্দেশ না থাকলেও গর্ভপাত করে দেন এম আর বাঙুরের চিকিৎসকরা। ওই মেয়েটির স্বাস্থের কথা মাথায় রেখে ডাক্তার দের টিম কে নিতে হবে সিদ্ধান্ত।তার পরেও গর্ভপাতের সময় যুবতীর জীবন সঙ্কটজনক ছিল কিনা প্রশ্ন হাইকোর্টের ।যদিও উত্তরে মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা জানায় , মেয়েটি ব্যথা অনুভব করেন। দেহে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল, সেই সময়ে ডাক্তারের কাছে মেয়েটির জীবন বাঁচাতে শেষ করা ছাড়া আর কোনও উপায় ছিল না।
আদালত বলেছে যে ডাক্তার মেয়েটিকে বাঁচানোর জন্য তার দায়িত্ব পালন করেছেন, সেই ডাক্তারের বিরুদ্ধে কোনও আদালত অবমাননাকর ব্যবস্থা নেওয়া যাবে না। এবং যেহেতু গর্ভপাত করা হয়েছে এবং মেয়েটিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে,তাই মামলার আর্ কোনো গুরুত্ব থাকছে না ।