Calcutta High Court is on the way to take strict action in the case of Sandeshkhali
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : অগ্নিগর্ভ সন্দেশখালি সুশান্ত সর্দার, শেখ শাহাজান ও শিবু হাজরার অত্যাচারে অতিষ্ট গ্রামবাসীরা। অশান্ত সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি নিয়ে প্রশ্নের মুখে রাজ্য।গোটা সন্দেশখালি জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে আছে এই বিষয়টা অবশ্যই প্রশাসনকে গুরুত্ব দিয়ে দেখতে হবে কিন্তু প্রশাসনের ভূমিকাই এখন প্রশ্নচিহ্ন মাঝে মন্তব্য বিচারপতি জয় সেনগুপ্ত। এক বা দুদিনের বিষয় নয়, গত তিন মাস আগে থেকেই গ্রামবাসীরা পুলিশ কাছে একাধিক অভিযোগ করেছেন পুলিশ কেন তাদের ভূমিকা সঠিক ভাবে পালন করল না রাজ্যের আইনজীবীকে প্রশ্ন বিচারপতির জয় সেনগুপ্ত। এখনো এমন বহু ঘটনা রয়েছে যা দেখে আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না সন্দেশখালি ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ বিচারপতি জয় সেনগুপ্ত।