The court directed the state to cooperate with the CBI
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সিবিআইকে পর্যাপ্ত সহযোগিতা করছে না রাজ্য, ফের আদালতে জানাল তাঁরা। সন্দেশখালীকাণ্ডে প্রথম দিনই বিতর্কের শুরু হয় ইডি আধিকারিকদের মারধরের কারণে। সেখানে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলে কেন্দ্রীয় এজেন্সি। সেই সময় শাহজাহানের বাড়িতে গিয়ে ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়া যদি আটকে দেওয়া যেত, তাহলে সন্দেশখালিকাণ্ডে এত ব্যকফুটে হয়ত থাকত না রাজ্য। এরই মধ্যে হাইকোর্ট সন্দেশখালির এক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। তা চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে যায় রাজ্য, কিন্তু সিবিআই তদন্ত নিয়ে কোনও স্থগিতাদেশ মেলেনি। ফলে এদিন হাইকোর্টে সিবিআইয়ের আইনজীবীরা দাবি করলেন রাজ্য তাঁদের সাহায্য করছে না। প্রধান বিচারপরি টিএস শিবজ্ঞানম এরপর রাজ্যকে বলে, সিবিআইকে সবরকম সহায়তা করার জন্য। এদিকে সন্দেশখালির ঘটনায় মহিলারা মুখ খুলতে ভয় পাচ্ছেন, এই মর্মেই জাতীয় মানবাধিকার কমিশনকেও যুক্ত করার আবেদন জানান আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।