October 8, 2024 5:23 pm

২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

October 8, 2024 5:23 pm

২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

High Court : মেডিক্যাল নিট-এ ভুয়ো জাতিগত শংসাপত্র দেখিয়ে ভর্তি সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp
#high#court#cbi#inquiry

CBI inquiry rejected in case of fake caste certificate admissions in medical net

রাজ্য

 দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : মেডিক্যাল নিট-এ ভুয়ো জাতিগত শংসাপত্র দেখিয়ে ভর্তি সংক্রান্ত মামলায় চরম পদক্ষেপের ইঙ্গিত কলকাতা হাইকোর্টের। বৃহস্পতিবার মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, একাধিক দুর্নীতির অভিযোগ হয়েছে সব পক্ষের বক্তব্য জানতে চাই প্রয়োজনে আমি সিবিআই তদন্তের নির্দেশ দেব। বিচারপতি বলেন, ‘আদালত মনে করলে স্বতপ্রনোদিত হয়ে সিবিআইকে তদন্তের নির্দেশ দেবে।’ মেডিক্যাল নিট-এ ভুয়ো জাতিগত শংসাপত্র দেখিয়ে কিছু ছাত্রছাত্রী সংরক্ষিত কোটায় সরকারি মেডিক্যাল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন বলে অভিযোগ। এই জাতিগত শংসাপত্র পাওয়ার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন পশ্চিম বর্ধমানের ইতশা সরেন। ২০২৩ সালের নিট দিয়ে বেসরকারি মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ার সুযোগ পান ইতশা। প্রায় ২৭ জনের নামে ভুয়ো জাতিগত শংসাপত্র দেখিয়ে সরকারি মেডিক্যাল কলেজের আসন দখলের অভিযোগ করেন তিনি। যার ফলে যোগ্য প্রার্থী হয়েও বঞ্চিত হন তিনি। সেই মামলাতেই বিচারপতি প্রশ্ন তুলেছিলেন, ‘‘সিনহা, ভৌমিক, মণ্ডল, বড়ুয়া— এঁরা কি সত্যি সংরক্ষিত কোটায় পড়েন?’’ পাশাপাশি অভিযুক্ত সমস্ত ছাত্রছাত্রীর নাম, ঠিকানা ও জাতিগত শংসাপত্র হলফনামা আকারে জমা দেওয়ারও নির্দেশ দেন বিচারপতি। এছাড়াও মেডিক্যাল এডুকেশন বোর্ডের ডিরেক্টরকে ডেকে পাঠিয়ে বিচারপতির প্রশ্ন ছিল, অভিযোগ ভিত্তিহীন হতেই পারে, কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে কেন তদন্ত করেনি বোর্ড। এরপর এদিন সেই হলফনামা যাওয়ার পড়ার পর আদালত মনে করছে অভিযোগের সারবত্তা রয়েছে। সে কারণে এদিন সব পক্ষের বক্তব্য জানতে চেয়েছেন বিচারপতি। বক্তব্যে সন্তুষ্ট না হলে সিবিআই তদন্তের ইঙ্গিত দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পাশাপাশি মামলাকারি ইতশা সরেনকে আগামী ১০ দিনের মধ্যে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে ভর্তি করানোর জন্য নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ১০ দিন পর ফের মামলার শুনানি।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top