State Chief Secretary BP Gopalika in the face of the High Court’s question
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: হাইকোর্টের প্রশ্নের মুখে এবার রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে মুখ্যসচিবের অনুমতি না পাওয়ায় পার্থ সহ নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া তারা শুরু করতে পারছেন না।
মঙ্গলবার হাইকোর্টের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, আগামী ২মে’র মধ্যে অবস্থান নির্দিষ্ট করতে হবে মুখ্যসচিবকে। এর আগে হাইকোর্টের পক্ষ থেকে মুখ্যসচিবকে নির্দেশ দেওয়া হলেও তিনি কোন পদক্ষেপ নেননি। এদিন রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয় যে মুখ্যসচিব নির্বাচন সংক্রান্ত কাজে ব্যাস্ত থাকায় অনুমতি দিতে পারেননি। রাজ্যের এই যুক্তি খারিজ করে দিয়েছে আদালত। আদালত আরও বলেছে যে, যদি এই সময়ের মধ্যে মুখ্যসচিব তার অবস্থান স্পষ্ট না করেন তবে তিনি আদালত অবমাননার আওতায় পড়বেন।