A division bench of the Chief Justice of Calcutta High Court is concerned about the issue of pregnant women in jails
jরাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : আদালত বান্ধবের মাধ্যমে আদালত জানতে পেরেছে, ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন কারাগারে ১৯৬ জন শিশুর জন্ম হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুতর বলেই উল্লেখ করেছে হাইকোর্টের প্রধান বিচারপতি টিএম শিবাজ্ঞনম এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত এক বিচারপতির করা স্বতঃপ্রণোদিত মামলায় আদালতবান্ধব আইনজীবী তাপস ভঞ্জ বৃহস্পতিবার এই রিপোর্ট জমা দিয়েছেন আদালতে। এই তথ্য জানতে পেরে বিস্ময় প্রকাশ করেছে হাইকোর্ট। রিপোর্টে বৃহস্পতিবার তাপস ভঞ্জ দাবি করেছেন, বন্দিরা জেলে সুরক্ষিত নয়। তিনি জানান, মেয়েরা বন্দি হিসেবে আসার সময় গর্ভবতী ছিলেন না। পরে জানা গেছে তারা গর্ভবতী। আইনজীবী তথা আদালত বান্ধব তাপস ভঞ্জ আদালতে এও জানান, তিনি জেলবন্দি মহিলাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন বেশিরভাগই কারাগারের কর্মীদের ব্যবহারে খুশি নন। তিনি এও অভিযোগ করেন, রাজ্য বা জাতীয় মানবাধিকার কমিশনের তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও রিপোর্ট জমা পড়েনি।কলকাতা হাইকোর্টে তাঁর আবেদন, থানা থেকে পরীক্ষা করিয়ে মহিলাদের কারাগারে পাঠানো হোক এবং মেয়েদের জেলে পুরুষ কর্মী প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হোক। সব শোনার পর বিচারপতিরা অত্যন্ত অসন্তোষ প্রকাশ করেছেন। একইসঙ্গে এই ঘটনাকে অপরাধমূলক কাজ বলে আখ্যা দিয়েছেন।