Wrong decision without Hemant Soren’s CM post, says Kejriwal
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রাজনীতিতে ভুল চাল দিয়ে ফেলেছেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, হঠাৎই এমন ইঙ্গিত পাওয়া গেল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গলায়। দুদিন আগেই আবগারি দুর্নীতি মামলায় জামিনে মুক্তি পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। জেল থেকে বেরিয়েই তিনি বিজেপির দিকে আঙুল তুলেছিলেন। স্পষ্টভাবেই তাঁর দাবি ছিল বিরোধীদের ইচ্ছাকৃতভাবে টার্গেট করছে বিজেপি। তিনি ছাড়াও আরও বিরোধী নেতারা বিজেপির তালিকায় রয়েছে। এরই মধ্যে হেমন্ত সোরেনকে নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী বলছেন, ইডি হাতে জমি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া হেমন্ত সোরেনের উচিত হয়নি মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানো। কারণ বিজেপির বিরুদ্ধে লড়াই জেলের ভিতর থেকেই করতে হবে। কেজরিওয়ালের কথায়, দিল্লিতে আপের সাফল্য দেখে বিজেপি বুঝতে পারে এভাবে তাঁদের রোখা যাবে না, তাই তাঁকে জেলে বন্দী করেছিল। কিন্তু বিজেপির ফাঁদে পা দিয়ে তিনি পদত্যাগ করেননি, বরং জেলের ভিতর থেকেই কাজ চালিয়েছেন, লড়ে গেছেন। বিজেপিতেই সব থেকে বেশি চোর রয়েছেন বলে একহাত নিয়েছেন কেজরিওয়াল।