ED submitted 44 page charge sheet against Hemant Soren
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: জমি দুর্নীতি মামলায় ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সহ চার জন্য এর বিরুদ্ধে চার্জশিট জমা করলো ইডি।
কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার পক্ষ থেকে যে চার্জশিট জমা করা হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে, জমি মাফিয়াদের চক্র এর সাথে যুক্ত ছিলেন ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, ৪৪ পাতার চার্জশিটে বেআইনি ভাবে দখল করা ৮.৮৬ একর জমি সংক্রান্ত একাধিক বিষয় উল্লেখ রয়েছে। ইডির দাবি ওই জমির মালিক হেমন্ত।
কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার দাবি হেমন্ত সোরেন তাদের তদন্তে সহযোগীতা করছেন না। একাধিক প্রশ্ন নাকি তিনি এড়িয়ে যাচ্ছেন। গত ৩১ জানুয়ারি হেমন্তকে গ্রেপ্তার করে ইডি। গ্রেপ্তারির আগে মুখ্যমন্ত্রীত্ব থেকে ইস্তফা দেন তিনি।