Severe heat wave in South Bengal including Kolkata on Sunday, Red alert issued
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ছুটির দিন রবিবারে আরও গরম বাড়বে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার দক্ষিণবঙ্গে অতি তীব্র তাপপ্রবাহ চলবে।
শনিবার আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গর সমস্ত জেলাতেই তীব্র তাপপ্রবাহ চলবে রবিবার পর্যন্ত । এ ছাড়া ছ’টি জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। এই ছয় জেলা হলো পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম বর্ধমান। এ ছাড়া কলকাতা, হুগলি, হাওড়া, দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমানেও তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
শুক্রবারই দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি পার করেছে । তবে আবহাওয়া দফতর বলছে, সর্বোচ্চ পারদ ৪৪-এই থামছে না। রবিবারের দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রিও ছাড়িয়ে যেতে পারে।বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে