Scattered rains are likely in some southern districts, but the heat wave is not yet over.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: দক্ষিণের কয়েকটি জেলায় দু’এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপপ্রবাহের হাত থেকে এখনই রেহাই পাচ্ছেন না বঙ্গবাসী। উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসা শুষ্ক পশ্চিমা বায়ুর প্রভাবে আগামী বেশ কয়েক দিন দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের পরিস্থিতির সম্ভাবনা রয়েছে। এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
আবহবিদরা বলছেন, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে না ৷ সেই শূন্যস্থান পূরণ করতে উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসা শুকনো বাতাসের দাপটে গরমকালে চামড়ায় টান ধরছে ৷ রোদে বেরলে ঘামের অস্বস্তির বদলে চোখমুখ জ্বালা করছে ৷ গ্রীষ্মের এই চরিত্র বদলে ফের জলবায়ু বদলের প্রসঙ্গ সামনে এসেছে ৷ গাঙ্গেয় বঙ্গে আবহাওয়ার এই পরিবর্তন নতুন হলেও পশ্চিমের জেলাগুলিতে শুকনো গরম আবহাওয়া নতুন নয়
সোমবার বিকেলের দিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা হলেও তাপমাত্রা কমার কোনও আশা নেই। সারা দক্ষিণবঙ্গ জুড়েই গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার কিছু এলাকা হালকা বৃষ্টিতে ভিজলেও সোমবার উত্তরের বাকি জেলাগুলিতে শুষ্ক এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। এছাড়া দুই দিনাজপুর এবং মালদায় আবহাওয়া শুষ্ক থাকবে ৷ তাপপ্রবাহের হলুদ সতর্কতা এই তিন জায়গায় জারি করা হয়েছে ৷